![]() |
| ভুলে যাওয়া যে কোন মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুলে পেলুন |
ভুলে যাওয়া যে কোন মোবাইলের পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক খুলে পেলুন খুব সহজেই
সবাই আশা করি ভালো আছেন,, আজকে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাতে যা আপনাদের খুবই কাজে আসবে। আর সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন লোক যদি ভুলে জান তাহলে কি করবেন??
আমরা এখন সবাই Android ফোন ব্যবহার করি,সবার হাতে হাতে এখন বলতে গেলে Android ফোন। এই ফোনের মাধ্যমে আমরা প্রতিদিন অনেক রকম কাজ করে থাকি। আমরা আমাদের ফোনে অনেক রকম পারসোনাল Documents রাখি ওই সব Documents কে সুরক্ষিত রাখার জন্য বা ওই সব Documents জাতে কেউ না জানে না দেখে সেজন্য আমরা আমাদের ফোনের বিতর লক ব্যবহার করে থাকি।
সকল পারসোনাল Documents মানুষের কাছ থেকে লুকানোর জন্য বা আমাদের সকল Documents Save এ রাখার জন্য আমরা আমাদের ফোনে বিভিন্ন লক ব্যবহার করে থাকি। কেউ পিন ব্যবহার করি, কেউবা প্যাটার্ন লক ব্যবহার করি আবার কেউ পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে থাকি। যাতে আমাদের পারসোনাল Documents গুলা অন্য কেউ দেখতে না পারে। আমরা এখন সবাই মোবাইলে লক ব্যবহার করে থাকি আমাদের ফোনের পারসোনাল Documents জেন অন্য কেউ দেখতে না পারে।
খারাপ বিষয় হল যদি কখনো আপনি আপনার সেই পাসওয়ার্ড বা প্যাটার্ন, বা পিন লকটা যদি ভুলে যান। তখন কি করবেন? কি চিন্তায় পডে গেলেন? না চিন্তার কোন কারন নেই, কারন আমি আজকে আপনাদের দেখাবো, আপনি যদি আপনার মোবাইলে দেয়া পাসওয়ার্ড বা প্যাটার্ন লকটা যদি ভুলে জান তাহলে কিভাবে আপনি আপনার ফোনটাকে unlocked করবেন।
চলুন দেখি তাহলে কিভাবে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ভুলে গেলে কিভাবে তা Unlocked করবেন।
১ম পদ্ধতিঃ আমাদের সবার ফোনে এখন জিমেইল লগইন করা থাকে কারন এই জিমেইল ছাডা আপনি ফোনের বিতর তেমন কিছুই করতে পারবেন না। আপনার ফোন unlocked করার এক্ষেত্রে জিমেইল
অনেক বড ভুমিকা পালন করবে,
আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে জান তাহলে আপনার স্ক্রিনের নিচে এক কোনায় দেখবেন লিখা আছে Forget password বা "Forget Pattern" ( যদি কোন কারনে এ লিখাটা না আসে তাহলে কয় একবার ভুল পাসওয়ার্ড বা ভুল প্যাটার্ন দিন) এরপর দেখবেন লিখাটি আসছে এখান থেকে আপনি আপনার ফোনটি Unlocked করতে পারবেন। এক্ষত্রে আপনার ফোন যদি জিমেইল দারা ইন্টিগ্রট করা থাকে তাহলে ফোনের প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ওই জিমেইলে পাঠিয়ে দিবে।
বিঃদ্রঃ এক্ষত্রে আপনার ফোনের ইন্টারনেট অবশ্যই চালু থাকতে হবে।
এটা সবার ফোনে কাজ নাও করতে পারে ,যদি কাজ না করে তাহলে নিচের এই পদ্ধতিটি ব্যবহার করেন অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ।
২য় পদ্ধতিঃ এই পদ্ধতি ব্যবহারের জন্য প্রথমে আপনি আপনার ফোনটি বন্ধ করুন তারপর ফোনের Up volume key এবং power key একসাথে চেপে রাখুন ফোন open না হওয়া পর্যন্ত আর যদি মাঝখানে Home key থাকে যেমন(samsung) সে ক্ষেত্রে up volume key, power key এবং Home key একসাথে চেপে ধরুন, যতক্ষণ তা Recovery Mode Screen না আসে।
মনে রাখবেন Recovery Mode Screen আসলে তখন আপনাকে volume up. এবং volume Dawn বাটন দিয়ে উপরে নিচে কাজ করতে হবে এবং Ok এর কাজ করবে Power বাটন দিয়ে।
এবার এখান থেকে "Wipe data"/ Factory Reset এটাতে ক্লিক করবেন।
তারপর আপনার কাছে দুইটা অপশন আসবে একটা Yes আর একটা No,
এখানে আপনি Yes এ ক্লিক করবেন, ক্লিক করলে কাজ শুরু হবে। এই পক্রিয়াকে Hard Reset হবে।
তারপর আবার back চলে আসুন একেবারে প্রথম পেইজে তারপর reboot stsrem now এটাতে ওকে দিন power বাটন দিয়ে, আপনার ফোন off হয়ে আবার on হবে
এই পক্রিয়াতে আপনার সেট আবার আগের মত হয়ে যাবে লক ও চলে যাবে। নতুন একটা ফোন কিনলে যেমন হয় ওই রকম হয়ে যাবে। ( মনে রাখবেন এই পক্রিয়ায় আপনার ফোন মেমরিতে যা থাকবে সব চলে যাবে যেমনঃ ছবি,ভিডিও,ওডিও হইতে শুরু করে যত কিছু আছে সব) তবে External মেমরিতে যা আছে সব Documents থেকে যাবে এক্ষত্রে আপনি মেমরি খুলে ও রাখতে পারেন।
এ পক্রিয়া সব ফোনে কাজ করে আপিনারা এই পক্রিয়ায় আপনাদের ফোন unlocked করতে পারবেন।এ পক্রিয়া ভুলে যাওয়া যে কোন মোবাইলের পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক খুলে পেলুন খুব সহজেই


1 Comments
Valo
ReplyDelete