মোবাইল ফোন ব্যবহারে যে ভুল.গুলো আমরা করে থাকি।




মোবাইল ফোন ব্যবহারে যে ভুল গুলো আমরা সব সময় করে থাকি


হ্যালো,আসসালামুয়ালাইকুম, আসা করি সবাই ভালা আছেন
আজকে আসলাম মোবাইল ফোন ব্যবহার নিয়ে কিছু কথা বলার জন্য যা হয়ত আমরা অনেকেই জানি না
মোবাইল যা ছাড়া এখনকার দিনে আমাদের চলেই না বলতে গেলে, আমরা এই ফোন দিয়ে প্রতিদান অনেক কাজ করে থাকি,মোবাইল ফোন আমাদের দৈনন্দিন কাজকে আরো বেশী সহজ করে তুলেছে। আমরা যা ইচ্ছা তা এখন এই মোবাইল ফোন দিয়ে মুহুর্তের মধ্যেই করতে পারি
তবে আমরা অনেকেই এই মোবাইল ফোনের ব্যবহার ঠিক মত করতে না পারার কারনে পরতে হয় নানা রকম সমস্যায়, মোবাইল ফোন ব্যবহারে যে ভুল গুলো আমরা করে থাকি সব সময়


১,মোবাইল ফোন বন্ধ না করাঃ দেখুন আমাদের যেমন ঘুমের প্রয়োজন হয় তেমনি মোবাইলফোনের ও ঘুমের প্রয়োজন হয়,আমরা অনেকেই আছি যারা ফোন কবে বন্ধ করছেন তাও ভুলে গেছেন। ফোন বন্ধ না করার কারনে আমাদের ফোনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, তাই ৪/৭ দিন পর পর ফোন একবার হলে ও বন্ধ করা উচিত।

২,ফোন চার্জে লাগিয়ে রাখাঃ ফোন ব্যবহারে ক্ষেত্রে ফোনের চার্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই আছি যারা সারা রাত ফোন চার্জে লাগিয়ে ঘুমায়, যা মটে ও ঠিক কাজ না, এতে করে ফোনের ব্যাটারির উপর অনেক চাপ তৈরি হয় এবং ফোনে অনেক সমস্যা তৈরি হতে পারে।

৩,চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করাঃ আজকাল আমরা এতোই ব্যস্তযে ফোন চার্জ দেয়ারই সময় হয় না, তাই আমরা ফোন চার্জে লাগিয়ে ও ব্যবহার করি, যা কিনা ফোনের অনেক বড় সমস্যা তৈরি করতে পারে বেশীরভাগ ফোনের ব্যাটারি পুলে যায় তার কারন চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা । তাই আমাদের উচিত ফোন চার্জে লাগিয়ে ব্যবহার না করা,, হয়ত আগেই চার্জ করে নিয়া বা ব্যবহারের পরে চার্জ করে নেয়া



আমরা অনেকে ফোনের চার্জ একেবারে শেষ হই গেলে তার পর চার্জে লাগিয়ে থাকি যা সঠিক না, ফোনের চার্জ ৩০% / ৪০% থাকার মধ্যেই চার্জে লাগিয়ে পেলা উচিত। এতে করে ফোনের ব্যাটারি ভালো থাকে এবং ব্যাটারির ভালো ব্যাকআপ পাওয়া যায়



আমরা যদি এই বিষয় গুলা মাথায় রেখে ফোন ব্যবহার করি তাহলে আসা করি তেমন কোন সমস্যা ছাড়া অনেক দিন ফোন ব্যবহার করতে পারবো,,মোবাইল ফোন ব্যবহারে যে ভুল গুলো আমরা সব সময় করে থাকি ,আশা করি এ ভুল গুলা আর করবো না

আশা করি কিছুটা হলে ও উপকৃত হইছেন,, আশা করি পাশে থাকবেন


Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)