![]() |
ফেসবুক পেজ খোলার একদম সহজ উপায় দেখে নিন |
ফ্রেন্ড আপনি কি
ফেসবুক পেজ দ্বারা আপনার বিজনেস কে পাবলিক এর মধ্যে শেয়ার করতে চান,কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করব এবং কিভাবে ফেসবুক
পেজ খুলবেন? তাহলে
আপনি সঠিক যায়গায় আসছেন আমি আজকে আপনাদের ফেসবুক পেইজ খোলার নিয়ম দেখাবো। ফেসবুক পেইজের মাধ্যমে আমরা এখন নানা ধরনের কাজ করে থাকি
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যথা ফেসবুক,ইউটিউব,টুইটার এ গুলোর সঙ্গে
প্রায় সবাই যুক্ত।
শুধু ফেসবুকেই ২৫০ কোটির বেশি মানুষ প্রত্যেক
মাসে ইউজ করে।এবং 15 কোটিরও বেশি বিজনেস এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে সফলভাবে কানেক্ট
করেছে।
অনেকেই এই বৃহৎ জনসংখ্যার প্লাটফর্মে তাদের
বিজনেস কে প্রমোট করতে ফেসবুক পেজকে কাজে লাগাচ্ছেন।
ফেসবুক ফ্যান পেজ কি ?
ফেসবুক পেজ আপনার পার্সোনাল প্রোফাইলের সঙ্গে
অ্যাটাচ থাকে,যার ফলে ফেসবুক জানতে পারবে এই পেজের মালিক
আপনি।
কিন্তু এটা আপনার পার্সোনাল ফেসবুক একাউন্ট
থেকে পুরোপুরি আলাদা। আপনি এই ফেসবুক পেজ থেকে নিজের ব্র্যান্ড কে প্রোমোট করতে পারেন।
ফেসবুক এই অনেক বড় জনসংখ্যার কাছে আপনার ব্র্যান্ড
কে প্রচার করার জন্য এই বিসনেস পেজ সৃষ্টি করেছে।
ফেসবুক পেজ কি কারণে তৈরী করে?
এটা কিন্তু আপনারা সবাই জানেন তাও আমি বলে দিই,
ফেসবুকে শুধু বিজনেস প্রমোটের জন্যই পেজ তৈরি করে না । কেউ তাদের ব্যবসার প্রচার করার জন্য,কেউ তাদের ওয়েভসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য বা আরো অনেক কাজে এই ফেইজ ব্যবহার করে থাকে।
দেখুন আমি প্রথমেই বলেছি ফেসবুক কোটি কোটি
ইউজার ব্যবহার করে,এবং অনেকেই এখানে পেজ বানিয়ে এই বিশাল জনসংখ্যা
কে কাজে লাগিয়ে অনেকভাবে ইনকাম করে।
উধারণস্বরূপ- ধরেন আপনার একটি ব্লগ ওয়েবসাইট
আছে সেখানে আপনি এই পেজ থেকে ট্রাফিক নিতে পারেন।সেই ভাবে ইউটউব channel এর জন্য ট্রাফিক নেওয়া যাই।
ফেসবুক পেজ বানিয়ে মোবাইলের সাহায্যে কিভাবে
টাকা আয় করবেন সেটি আরো বিস্তারিত জানতে নিচের
লিংকে ক্লিক করুন-
মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম ?
যেকোনো পেজ বানাতে গেলে আপনার ফেসবুকে একটা
অ্যাকাউন্ট থাকা দরকার, সেটা নিশ্চয়ই আপনাদের
সবার আছে। আর যদি, Facebook account না থাকে তাহলে একটি
অ্যাকাউন্ট বানিয়ে নিন।
নিচে আমার স্টেপ গুলি ফলো করুন, প্রথমে মোবাইলে app দিয়ে ফেসবুক
পেজ তৈরি করবো
১ম ধাপ- নিজের মোবাইলে
ফেসবুক app ওপেন করুন ডানদিকে উপরে ৩ টে লাইন আছে সেখানে
টাচ করে মেনু ওপেন করুন।
২য় ধাপ –
menu ওপেন হলে স্ক্রল করুন নিচে,এবার “Pages” অপসন দেখতে পাবেন ওখানে টাচ করে ওপেন করুন।
৩য় ধাপ – এখানে “Create” অপসন দেখতে
পাবেন ,পেজ বানাতে ওখানে টাচ করুন।তারপর get
started টাচ করে শুরু করুন।
৪র্থ ধাপ:- পেজ বানাতে
আপনাকে চারটে স্টেপ পুরুন করতে হবে যথা-
১st- page name এর জায়গাই নিজের ব্যান্ডের নাম দিন,মানে যে নাম
আপনি পেজ বানাতে চান সেটা দিয়ে দিন যেমন আমার ব্র্যান্ড নাম টেক জামান দিয়েছি।নাম দিয়ে দিলে next
করুন।
২nd- এবার আপনার ব্র্যান্ড কি ক্যাটাগরিতে পরে সেগুলি সিলেক্ট করুন। যেমন আমার পার্সোনাল
ওয়েবসাইট তাই আমি personal blog সিলেক্ট করেছি ,আপনারা নিজেদের ব্যান্ডের ক্যাটাগরি সিলেক্ট করুন।তারপর next
করুন।
৩rd- আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটি দিয়ে দিন,আর না থাকলে i dont have a website এ টাচ করে next
করুন।
৪th- এবার আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করেনিন,তারপর done করুন।
এই চারটি স্টেপ ঠিক ঠাক কমপ্লিট করলে Congratulations
মোটামুটি আপনার ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে
ফেসবুক পেজ তৈরী হওয়ার পর কি কি করবেন ?
ফেসবুক পেজ ব্যবহার করা খুব সহজ। একটু দেখে নিলেই সব
বুঝতে পারবেন।
পোস্ট লেখা আছে,ওখানে ক্লিক করলেই আপনি যেমন ফেসবুক একাউন্টে ছবি, ভিডিও যে ধরণের পোস্ট করেন এখনও সেই একই
অপসন দেখতে পাবেন।
আপনার যদি ব্লগ বা কোনো ওয়েবসাইট বা ইউটউব
চ্যানেল থাকে তাদের পোস্ট গুলির লিংক এখানে copy – pest করে পোস্ট করুন।
এবার
আশা করি পোস্ট কিভাবে করতে হয় সেটা বুঝেছেন
ফেসবুক পেজের ইনফরমেশন (তথ্য)দিন-
একটি ফেসবুকে পেজের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস
আপনার ব্যান্ড সম্পর্কে তথ্য পাবলিকের সঙ্গে শেয়ার করুন। সেটা কোথায় করবেন জেনেনিন।
প্রথমে হোমপেজ ওপরে যে অপসন গুলি দেখতে পাচ্ছেন
overview,ads ওখানে স্লাইড দিয়ে লাস্ট অপসন more
এ গিয়ে সেটি ওপেন করুন। পেজের সমস্ত সেটিং এখানে থেকে চেঞ্জ করে।
নিচে স্ক্ৰল করুন edit page Info ওপেন করুন।
এখানে নিজের ব্র্যাডের নানান তথ্য দিতে হবে
–যথা description এ ছোট করে ব্র্যাডের
সম্পর্কে লিখুন।
নিজের contact,location, ইত্যাদি তথ্য গুলো দিয়ে দিন।
ফ্রেন্ডদের যেভাবে ইনভাইট করবেন ফ্রেন্ড বাড়ানোর জন্য
more অপসনে একবারে নিচে Grow Your
Audience সেকশন এ যান। সেখানে invite ফ্রেন্ডেস থেকে
ফেসবুকে ফ্রেন্ডদের ইনভাইট করুন।
আবার নিচে copy page link করে হোয়াটস্যাপ,ইনস্টাগ্রাম,ওয়েবসাইট নিজের পেজ কে পাবলিক ও বন্ধু বান্ধব
সবার সঙ্গে শেয়ার করতে পারবেন।
যাইহোক,আশাকরি এবার আপনারা মোবাইলে ফেসবুক পেজ
খুলতে আর কোনো অসুবিধে হবে না ।
1 Comments
ফেইসবুক নিয়ে সময়ের সেরা গজল | ফেইসবুক গজল লিরিক্স । Facebook । Sayed Ahmad Kalarab
ReplyDelete