জিমেল পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? ৪ টি উপায়ে জিমেল পাসওয়ার্ড রিসেট করুন সহজেই।


জিমেল পাসওয়ার্ড রিসেট
জিমেল পাসওয়ার্ড রিসেট


জিমেল পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? ৪ টি উপায়ে রিসেট করুন সহজেই। 

জিমেল পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? চিন্তার কোন কারন নেই।  জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে ৪টা উপায়ে রিসেট করতে পারবেন।

জিমেইল আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাডিয়েছে। প্রায় রোজই আমরা এ জিমেইল ব্যবহার করি আমরা। এছাড়া ও গুগোলের সব সার্ভিস এ এই জিমেইলের ব্যবহার হয়। আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করি। এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে জিমেইল বাধ্যতামূলক।

আমাদের সবারই এখন Gmail Account আছে। Gmail খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই একটা Gmail দিয়ে আমরা অনেক কিছু করতে পারি।
আমরা অনেকেই Gmail account খুলতে পারি আবার অনেকেই পারি না। তবে Gmail খুবই
প্রয়োজনীয় একটা বিষয়। একটা Gmail ছাড়া এখন কিছুই করা সম্ভব না প্রায়। আপনার নিজের একটা Gmail Account থাকা খুব প্রয়জন।

কিন্তু এই জিমেইল খোলার পর আমারা আমাদের  জিমেইলের পাসওয়ার্ড অনেক সময় ভুলে যাই বা মনে থাকে না কারন এই জিমেইল আমরা বার বার ব্যবহার করি না। আবার অনেকেই এই জিমেইলের পাসওয়ার্ডটা গুরুত্ব দিয়ে দেখে না।

যে কারনেই হক আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ড ভুলে জাইতেই পারি,যদি ভুলে জান কি করবেন??  চিন্তার কোন কারন নেই, কারন আমি আজকে আপনাদের দেখাবো জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করবেন।

চলুন দেখি কিভাবে জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে রিকবার করবেন।

              ১মঃ আপনি আপনার জিমেইলের password এর  নিচে forget password এ ক্লিক করুন


এখানে ক্লিক করার পর এমন একটা পেইজ আসবে ।

                     
                                        
এখানে আপনি আপনার ইমেইলে যে password গুলা ব্যবহার করেছেন তার যেকোন একটা দিবেন , যদি তা না মনে থাকে তাহলে নিচে Try another way এটাতে ক্লিক করুন ্‌

            ২য়  এরকম একটা পেইজ দেখবেন ।



এখানে আপনার জিমেইলটা যে ফোনে লগইন করা আছে ওই ফোনটা যদি আপনার কাছে থাকে তাহলে যদি আপনি yes এ ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে একটা কোড যাবে ওই কোড টার মাধ্যমে আপনার জিমেইলের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, আর এটাও যদি না থাকে তাহলে নিচে লাল দাগ দেয়া ওইটাতে ক্লিক করুন , 

৩য়ঃ এরকম একটা পেইজ আসবে। 




এখানে আপনার জিমেইলটা যে নাম্বার দিয়ে বেরিপিকেশন করা ওই নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে এখান থাকে text বা call এ ক্লিক করলে আপনার এ নাম্বারে একটা বেরিপিকেশন কোড যাবে ওইটা দিয়ে আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, এটা ও যদি না থাকে চিন্তার কোন কারন নেই নিচে লাল দাগ দেয়া ওই খানে ক্লিক করুন ,এবার 
৪থঃ এরকম একটা পেইজ আসবে। 



এখানে আপনার যেকোন একটা ইমেল দিবেন যেটা চালু আছে যাতে গুগোল আপনার ওই জিমেইলে কোড পাথাইতে পারে ওই কোড দিয়ে আপনি আপনার password রিসেট করতে পারবেন । 

এই চারটা দাপের যেকোন একটা আপনার কাছে থাকলে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন । 






Post a Comment

0 Comments