ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস।

ফেসবুকের টিপস
ফেসবুকের টিপস


ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস
Facebook এখন একটি জনপ্রিয় সাইট।আমরা সবাই এখন Facebook ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই Facebook এর Settings সম্পর্কে  জানিনা। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ Settings এর ধারনা দিব যা আপনাদের খুব কাজে দিবে। তার আগে আপনি আপনার Facebook টি Update করে নিন।

চলুন দেখি কি কি থাকছে আজকে।

১, Photo liked by : আমরা অনেকেই অনেক পোষ্টে বা ছবিতে বা বিভিন্ন কিছুতে লাইক দিয়ে থাকি। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে চাই যে আমরা কাকে বা কি কি লাইক দিয়েছি, অথবা আমাদের পোষ্টে বা ছবিতে কে কে লিইক দিয়েছে। অথবা যদি দেখতে চাই যে, আমাদের কোন বন্ধু বা বান্ধবী সে কোন কোন ছবিতে লিইক দিয়েছে বা সে কি কাজ করছে Facebook এ তা আমরা খুব সহজেই দেখে পেলতে পারবো। তার জন্য আমাদের যা করতে হবে। 




 আমাদের Facebook এর Home Pager এর উপর একটা Search বার আছে ওইটাতে প্রথম লিখতে হবে Photo liked by এটা লিখার পর আপনি যদি নিজেরটা দেখতে চান তাহলে লিখবেন Photo liked by Me।  আর যদি আপনার বন্ধু অথবা বান্ধবীরটা দেখতে চান তাহলে Photo liked by তার নাম দিয়ে দিবেন। তাহলেই বেরিয়ে আসবে সে কোন কোন কাজ করে Facebook এ।

২, Snooze for 30 days: আমাদের ফেসবুকে এরকম অনেক আবোল-তাবোল পোষ্ট আসে। সেটা বিভিন্ন গ্রুপ থেকেই হোক বা কোন Friend এর থাকেই হোক যেগুলো আমরা সাময়িকের জন্য দেখতে চাই না বা এগুলো দেখতে আমরা interested না।কিন্তু আমরা ওই গ্রুপ থেকে বাইর ও হতে পারছি না বা ওই ফ্রেন্ড কে আনফ্রেন্ড ও করতে পারছি না। সেজন্য আমরা এই Snooze for 30 days ব্যবহার করতে পারি। আশা করছি এই ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের খুবই কাজে আসবে। চলুন দেখে নেই কিভাবে করবেন।


যে ফ্রেন্ড বা যে গ্রুপের পোস্ট গুলো আপনি দেখতে চান না  তার পাশেই দেখবেন ... একটি চিহ্ন ওইটাতে ক্লিক করবেন।




দেখবেন লিখা আছে Snooze 30 days ওইটাতে ক্লিক করলে 30 দিনের জন্য ওই বন্ধু বা গ্রুপ থেকে কোন পোস্ট আপনার কাছে আসবে না। এরকম করে আপনি ওই Friend কে unfriend না করে ও বা কোন গ্রুপ থেকে বাহিন না হয়ে ও পোষ্ট গুলা Hide করতে পারবেন। আশা করি এটা আপনাদের কাজে আসবে।



৩, HD Photo Or Video Uploade: আমরা অনেক সময় ফেসবুকে ছবি অথবা ভিডিও আপলোড করলে তার রেজুলেশন অনেক কমে যায়। জুম করলে ছবি ফেটে যায় বা গ্যালারিতে যেমন আছে রেজুলেশন তেমন থাকে না। ফেসবুকের গুরুত্বপূর্ণ টিপস টা খুবই কাজে আসবে আপনাদের। আসুুন দেখি HD Photo Or Video Uploade এর জন্য আমাদের যা করতে হবে

Apps এর Settings এ জাইতে হবে 


তারপর একদম নিচে গেলা লিখা আছে দেখবেন media and contact ওইটাতে ক্লিক করুন।


তারপর দেখবেন লিখা আছে upload photo in HD এটা On করে দিবেন । Video এর জন্য upload video in HD ওইটা On করে দিবেন। 


তাহলেই আপনি আপনার গ্যালারিতে ছবির যত রেজুলেশন আছে বা ভিডিওর যত রেজুলেশন আছে ঠিক ওইটাই আপলোড করতে পারবেন।

আশা করি আপনাদের কাজে দিবে এই ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস গুলা।
Comment করে জানাবেন। ধন্যবাদ 


Post a Comment

0 Comments