অ্যান্ড্রয়েড ১০ ফিচার |
অ্যান্ড্রয়েড ১০ এর সুবিধা ও ফিচার সমূহ দেখে নিন।
এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামকরণের ক্ষেত্রে মিষ্টান্নের নাম ব্যবহার করা হতো। আমরা জানি গুগোল তাদের অপারেটিং সিস্টেম আপডেট করতে থাকে তারি ধারাবাহিকতায় এবার মিষ্টান্নের নাম বাদ দিয়ে সরাসরি সংখ্যাতে চলে এসেছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্শন অ্যান্ড্রয়েড ১০। যাতে থাকছে অনেক নতুন নতুন features। কি কি features থাকছে Android 10 এ তা আপনাদের সাথে শেয়ার করবো।
চলুন দেখি অ্যান্ড্রয়েড ১০ এর সুবিধা ও ফিচার সমূহ।
১, Color পরিবর্তনঃ Android এর পুরো Color ই পরিবর্তন করা হয়েছে Android 10 এ। আগের Color গুলা ছাডা ও আরো অনেক নতুন নতুন Color নিয়ে আসছে Android 10। যা আপনাদের আছে আরো বেশী আকর্ষণীয় লাগবে।
2, Live Caption: অ্যান্ড্রয়েড ট্রেনে লাইভ ক্যাপশন নামক একটি নতুন ফিচার এড হয়েছে যার মাধ্যমে ফোনের মধ্যে যেকোন Video বা Audio প্লে করলে অটোমেটিক সাবটাইটেল চলে আসবে। অ্যান্ড্রয়েড অটোমেটিক্যালি সাবটাইটেল ডিটেক্ট করে এড করে দিবে। আমরা এরকম অনেক মুভি দেখি যেগুলো আমরা বুজতে পারি না । তাই এই features টি দারুণ কাজে দিবে আমি মনে করি।
৩, Full Dark theme সাপোর্টঃ আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি চাইলে এখন Full Dark theme এ Convert করতে পারবেন। যারা Dark theme ব্যবহার করতে পছন্দ করেন তারা পুরু পুরি Dark theme ব্যবহার করতে পারবেন।
৪, privacy control: Settings এর মধ্যে একটি নতুন ফিচারস অ্যাড হয়েছে যেটা হচ্ছে প্রাইভেসি কন্ট্রোল। যার মাধ্যমে আপনার যত গুরুত্বপূর্ণ ফাইল আছে তা হাইড করে রাখতে পারবেন। অডিও-ভিডিও ছবি অথবা আপনারা চাইলে আপনাদের অ্যাপস ও লক করতে পারবেন। আগে আমদের কোন গুরুত্বপূর্ণ ফাইল হাইড করার দরকার হলে থার্ড পার্টির অ্যাপস ডাউনলোড করতে হতো কিন্তু Android 10 এ তার আর দরকার হবে না। আপনি চাইলে Settings এ দিয়ে হাইড করতে পারবেন।
৫,sound amplifier: sound amplifier নামে একটি নতুন ফিচার নিয়ে আসেছে Android 10। এ ফিচাস এর মাধ্যমে আপনি যখন হেডফোনে গান শুনবেন অথবা স্পিকারে গান শুনবেন অথবা ভিডিও দেখা কিংবা ফোনে কথা বলার সময় কোলাহল কমিয়ে জোরালো পরিষ্কার শব্দ শোনার সুবিধা দেবে।
৬, নতুন Emoji: আরো নতুন emoji যুক্ত করেছে Android 10। নতুন ইমোজির মাধ্যমে আমরা আরো বেশী Fun করতে পারবো অনেক বেশী Enjoy করতে পারবো।
৭, ফোকাস Mood: ফোকাস মোড় নামক আরো একটি নতুন ফিচাস এড হয়েছে Android 10 এ। এর মাধ্যমে আপনি একটি অ্যাপস ইউজ করলে অন্য অ্যাপস আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। ধরেনেন আপনি একটা Important কাজ করছেন কিন্তু কেউ হয়তো আপনাকে ফোন দিয়ে হোক বা অন্ন কোন Apps থেকেই হক আপনি disturbing feel করছেন। ফোকাস Mooder মাধ্যমে আপনি এক চাপেই তা অপ করে দিতে পারেবেন।
৮, Family Link: Android 10 এর আর একটি নতুন ফিচাস হলো Family Link। এই ফিচাস এর মাধ্যমে আপনি আপনার পরিবারের সকল সদস্যকে আড করতে পারবেন। লোকেশন দেখতে পারবেন এবং সিডুয়েল সেভ সেট করতে পারবেন কখন কাকে সময় দিতে হবে কিনা বা কোন কাজ কখন করবেন তা লিখে রাখতে পারবেন। মানে কথা Android 10 আপনার একটা নোটের কাজ করছে বলতে পারেন।
এছাড়া ও আরো অনেক নতুন নতুন ফিচাস আছে Android 10 এ। আসা করি আপনারা অনেক Enjoy করবেন এই অ্যান্ড্রয়েড ১০ ভার্শন সুবিধা ও ফিচার সমূহ।
2 Comments
Good post
ReplyDeleteThank you
ReplyDelete