ফেইসবুক পাসওয়ার্ড রিসেট |
ফেইসবুক পাসওয়ার্ড রিসেট করুন সহজেই।
আমরা সবাই এখন Facebook, Twitter,Instagram,ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু সব কিছুর Password আমাদের মনে থাকে না। তাছাড়া এখন আমরা Facebook Apps এর মাধ্যমে সবাই Facebook ব্যবহার করে থাকি তাই বার বার Facebook Loge in ও করতে হয় না। তাই আমরা Password ভুলে জাই। কিন্ত আমরা কি জানি? যে পৃথিবীতে প্রায় পাঁচ কোটিরও বেশি ফেসবুক আইডি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। আপনারটা আমারটা ও হ্যাক হতে পারে তাই আমাদের ও সতর্ক হওয়া উচিত।
এখন ধরেন আপনার মনে হচ্ছে আপনার Facebook Password টা কেউ জানে গেছে বা হ্যাক হইতে পারে অথবা আপনার দরকার হইছে Facebook Password পরিবর্তন করার। কিন্ত আপনি আপনার Password ভুলে গেছেন বা Password আপনার মনে নাই। কি করবেন? চিন্তার কোন কারন নাই। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেইসবুক পাসওয়ার্ড রিসেট করবেন।
চলুন দেখি তাহলে আপনি আপনার ফেসইবুক পাসওয়ার্ড রিসেট কিভাবে করবেন।
প্রথমে আপনি Facebook Apss টি Install করুন
তারপর আপনি যে Number অথবা Email দিয়ে Facebook খুলছিলেন তা বসান।
এইবার Password এর জায়গায় যেকোন একটা Password দিন। সেটা ভুল হলে ও সমস্যা নাই।তারপর Loge in এ ক্লিক করুন।
এরপর এরকম একটা লিখা দেখতে পাবেন। Ok তে ক্লিক করুন।
এবার নিচের দিকে তাকান।
এখানে আপনি আপনার যে Number অথবা Email দিয়ে Facebook একাউন্টটি খুলছিলেন ওইটা বসান এবং Search এ ক্লিক করুন।
ক্লিক করার পর আপনি আপনার Facebook একাউন্টটি দেখতে পাবেন ওইটাতে ক্লিক করে Ok দিন।
এরকম একটা পেইজ আসবে।
এইবার দেখেন আপনার Number অথবা Email এ একটা ৬ ডিজিটের কোড় গেছে ওইটা এখানে বসান। তারপর Ok দিন।
এরকম একটা পেইজ আসবে।
এখানে নিচেরটা তে ক্লিক করুন। কারন আপনার এই Facebook আইডিটি যদি অন্ন কোন
Device এ Loge In করা থাকে তা Automatic Loge Out হয়ে যাবে। তারপর Continue দিন।
এরকম একটা পেইজ আসবে।
এখানে আপনি আপনার নতুন একটা Password দিন যেটা আপনি দিতে চান বা যেটা আপনার মনে থাকে। তারপর ওকে দিন।
এইতো তৈরি হয়ে গেলো আপনার নতুন Password এবং আপনার আগের ফেইসবুক পাসওয়ার্ড রিসেট হয়ে গেলো। আসা করি বুঝতে পেরেছেন।
0 Comments