ফেসবুকে ভিডিও অটো প্লে বন্ধ করুন সহজেই।

ফেসবুকে ভিডিও অটো প্লে
ফেসবুকে ভিডিও অটো প্লে


ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করুন সহজেই। 
Facebook এখন Youtube এর মত জনপ্রিয় video সমৃদ্ধ সাইট হয়ে গেছে। প্রতিনিয়ত এখনে video upload হচ্ছে এতে করে আমাদের অনেকেরই কিছু সমস্যায় পরতে হচ্ছে। যেমন ধরেন,আপনি Facebook a ডুকলেন এবং Facebooking করতেছেন familye এর মানুষরা ও আপনার আশেপাশে আছে কিন্তু আপনার সামনে যত video আসছে তা automatic open হয়ে যাচ্ছে তার মধ্যে কিছু অবাঞ্ছিত ভিডিও কিন্তু থাকতে পারে। যেগুলো আপনি চাইলে ও Open হয়ে যাচ্ছে আবার না চাইলে ও Open হয়ে যাচ্ছে ব্যাপারটা কি বিরক্তি করে না? যে আমি চাচ্ছি না তারপর ও Open হয়ে যাচ্ছে। 

তাই আজকে আমি আপনাদের দেখাবো  video গুলা যেন automatic open না হয় তার জন্য কি করতে হবে। video গুলা আপনার সামনেই থাকবে কিন্তু আপনি চাইলে open হবে। না চাইলে Open হবে না।

চলুন তাহলে দেখে নেই কিভাবে ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করা যায় সহজেই। 


প্রথমে Facebook এর অপশন বারে ক্লিক করুন এবং settings And Privacy তে যান।



তারপর settings এ ক্লিক করুন, করার পর একেবারে নিচে চলে জান। 




দেখেন লিখা আছে Media and contacts ওইটাতে ক্লিক করুন।



দেখেন লিখা আছে Autoplay ওইটাতে ক্লিক করুন।



তারপর দেখেন লিখা আছে Never autoplay video ওইতাতে ক্লিক করুন কাজ শেষ। 

বন্ধ হয়ে গেলো আপনাদের ফেসবুকে অটো ভিডিও প্লে । এখন আর কোন ফেসবুকে ভিডিও অটো প্লে হবে না। আশা করি আপনারা উপকৃত হবেন, Comment এ জাবেন এবং নতুন নতুন আরো অনেক কিছু জানতে follow করে রাখবেন আমার সাইটটি। ধন্যবাদ 

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)