অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েডের সুবিধা কি কি দেখে নিন

অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড



অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েডের সুবিধা কি কি দেখে নিন

Android কিঃ Android হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যা বাজারে নিয়ে এসেছে গুগোল, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার যেমন উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, ম্যাক ওএস, লিনাক্স নামের বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে তেমনি  স্মার্টফোনের একটি অপারেটিং সিস্টেমের নাম এন্ড্রয়েড।



অপারেটিং সিস্টেকে এক একবার এক এক রকম আপড়েট করে গুগোল এতে প্রতিবার নতুন নতুন ফিচারস ও আপডেট করে গুগোল। Android ভার্শন এখন android 10 চলে এসেছে বাজারে, দিন দিন এটা আপডেট হতে থাকবে।


Android সুবিধাঃ সব কিছুই দিনের পর দিন আপড়েট হচ্ছে, মানুষের সাথে তাল মিলিয়ে সব কিছুই আপড়েট হচ্ছে, তার মধ্যে একটি হলো এই Android অপারেটিং
সিস্টেম। এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমরা
বিভিন্ন রকম গেমস খেলতে পারছি খুব সহজেই।


এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমরা খুব সহজে ঘরে বসেই অফিসের কাজ কিরতে পারছি অফিসে না গিয়েও, এই অপারেটিং সিস্টেম আমাদের জীবন যাত্রার মান অনেক সহজ করে দিয়েছে।


যেমন- ইমো,হোয়াটসঅ্যাপ,ভাইবার,স্কাইপি,গুগল ডুয়ো, মেসেঞ্জার, ফেইসবুক ইত্যাদি এগুলা ব্যবহার করে খুব সহজেই আমরা দূরদূরান্তের প্রিয় মানুষদের সাথে মুহূর্তের মাধ্যমে কথা বলতে পারছি এই  Android অপারেটিং সিস্টেমের ফলে।


এই Android অপারেটিং সিস্টেম আমাদের জীবনকে খুবই সহজ করে দিয়েছে, সারা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আমরা ঘরে বসেই বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে তা মুহূর্তের মধ্যে জানতে পারছে।


 এ ছাডা ও এই  Android অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা গুগোলে একটা gmail লগ ইন করে play story থেকে আমদের যা দরকার ডাউনলোড করে ব্যবহার করতে পারি। play story এমন একটা আপ্লিকেশন যার মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। 


Post a Comment

0 Comments