উইন্ডোজ ৭,৮,৮.১ |
উইন্ডোজ ৭,৮,৮.১ দেওয়ার সহজ নিয়ম দেখে নিন।।
আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানিনা যে কম্পিউটারে উইন্ডোজ কিভাবে নতুন করে দিতে হয়। এখন ধরেন আপনার কম্পিউটারে উইন্ডোজ দেয়ার দরকার, আপনি কি কম্পিউটারে উইন্ডোজ দেয়ার জন্য দোকানে চলে জাবেন? বা কাউকে খুঁজবেন? তার আর কোন দরকার নেই। যারা এখনো কম্পিউটারে উইন্ডোজ দিতে জানেন না তাদের জন্য আমার এই পোস্ট টি। কম্পিউটারে উইন্ডোজ ৭,৮,৮.১ দেওয়ার সহজ নিয়ম দেখে নিন। উইন্ডোজ দেয়ার আগে আপনি আপনার মূল্যবান ফাইল C Drive থেকে সরিয়ে ফেলুন।
Computer এ উইন্ডোজের CD প্রবেশ করান, এবার Computer restart দিন, দেওয়ার পর Display আসার সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।
এখন Boot Option এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot : HD/Hard Disk করে দিতে হবে। F10 চেপে ও Y(Yes) চাপলে BIOS SAVE হবে এবং Computer restart হবে।
Open হওয়ার পর এরকম একটা পেইজ আসবে তখন Enter বটম চাপ দিন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
এইবার Next এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
এরপর install এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
এখান থেকে windows ultimate 64 bit চয়েস করুন তার পর Next এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
এখেনে I accept এ টিক মার্ক দিয়ে Next এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
তারপর নিচের টাতে (Customize) লিখা টাতে ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
C Drive একেবারে উপরের টাতে যেখানে System লিখা আছে পাশে ওই টাতে ক্লিক করুন এবং নিচের দিকে তাকান ফরমেট লিখা আছে ফরমেট করে আবার System লিখা যেখানে আছে ওইখানে ক্লিক করুন।
মনে রাখবেন সব সময় System লিখা যেখানে আছে ওইটাই format করবেন অন্যকিছু ধরার দরকার নাই।
এবার Next এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেইজ আসবে।
\
এবার কিছুক্ষন অপেক্ষা করুন এগুলো কাজ শেষ হলে, কম্পিউটার নিজে নিজে restart হবে, তখন আর keyboard এর কোন বাটন Press করা লাগবে না, অপেক্ষা করুন একটু সময় লাগবে, কম্পিউটার পুরোপুরি Open হলে এরপর
কম্পিউটারের নাম দিন।
তারপর পাসওয়ার্ড চাইলে দিতে পারেন।
এরপর এরকম একটা পেইজ আসলে
Ask me later এ ক্লিক করুন।
time সেট করুন, তারপর ready আপনার কম্পিউটার, আসা করি বুঝতে পেরেছেন কম্পিউটারে উইন্ডোজ ৭,৮,৮.১ দেওয়ার সহজ নিয়ম ।
0 Comments