ফেসবুক প্রোফাইল লক থেকে আনলক করুন সহজেই।

ফেসবুক প্রোফাইল আনলক
ফেসবুক প্রোফাইল আনলক


ফেসবুক প্রোফাইল লক থেকে আনলক করুন সহজেই।

আমি আজকে আসলাম আপনাদেরকে ফেইসবুক প্রোপাইল লক কিভাবে আনলক করে তা দেখাইতে, যার মাধ্যমে আপনি আপনার প্রোপাইলকে লক করার পর আনলক কররে পারবেন সহজেই।
ফেইসবুক এখন একটি জনপ্রিয় সাইট হয়ে গেছে। এই ফেইসবুককে গিরেই অনেকে অনেক কাজ করে থাকেন। সব কিছুরই ভালো খারাপ দুইটা দিক রয়েছে, তেমনি ফেইসবুকের ও। অনেকেই আপনার ডাটা ছুরি করে নিয়ে গিয়ে নিজে ব্যবহার করে বা কেউ আছে আপনার ফেইসবুকে না থেকে ও আপনার প্রোপাইলে এসে আপনার সমস্থ পোষ্ট, কমেন্ট, আপনার ছবি চুরি করে। 

শুধু এটা না এর মাধ্যমে আপনার ফেইসবুক হ্যাক ও করে পেলতে পারে। তাই ফেইসবুক লক একটু সুরক্ষা বলতে পারেন। আজকাল শুনা যায় অনেকেরই আইডি হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাক করা হচ্ছে। আপনার প্রিয় ফেইসবুকটি যদি হ্যাক হয়ে যায় কেমন লাগবে আপনার? অবশ্যই ভালো লাগবে না। 


অথবা ধরেন আপনি যে পোষ্ট গুলা করতেছেন বা আপনি যে ছবি গুলা আপলোড করতেছে আপনার পছন্দের সেটা অন্য কেউ তার প্রোপাইলেও আপলোড করছে কেমন লাগবে তখন? তাই প্রোপাইল লক থাকলে ওইসব শকুনের হাত থেকে আপনি আপনার সব ডাটা, বা আপনার ফেইসবুককে সুরক্ষিত রাখতে পারবেন।

ফেইসবুক লকের সুবিধাঃ যেসব মানুষ গুলা আপনার Friend List এ না থেকে ও আপনার প্রোপাইলে এসে আপনার ডাটা চুরি করে বা আপনার পোষ্ট, কমেন্ট, আপনার জন্মতারিখ,আপনার নাম্বার যেটা ফেইসবুকে দেয়া থাকে সুধু আপনার বন্ধু বা কাছের মানুষদের জন্য ওই সব কিছু নিয়ে আপনাকে হয়রানি করে, বা আপনার Email সহ আপনার সমস্থ ডাটা চুরি করে নিয়ে গিয়ে আপনার ফেইসবুক আইডি হ্যাক করার চিন্তা করে তাদেরকে প্রতিরোধ করতে এই প্রোপাইল লক।
  


এক কথায় শকুনের হাত থেকে আপিনার ফেইসবুকের সুরক্ষার জন্য এ প্রোপাইল লক। প্রোপাইল লক থাকার কারনে আপনার প্রোপাইলে কেউ ডুকে আপনার অজান্তে আপনার কোন ডাটা চুরে কতে পারবে না বা আপনার আইডি হ্যাক করতে পারবে না।

কিন্তু আমরা অনেকেই জানি না যে ফেইসবুক লক করার পর কিভাবে আনলক করতে হয়। 

চলুন দেখি আপনার ফেইসবুক প্রোপাইল লক থেকে কিভাবে আনলক করবেন।


ফেইসবুক প্রোপাইল Unlockঃ আপনি যদি চান তাহলে আপনি আপনার লক করা প্রোপাইলকে আবার unlocked ও করতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হতে।

প্রথমে আপনি আপনার ফেসবুকটি লগইন করুন, তারপর ফেসবুক প্রোপাইলে চলে জান, তারপর profile lock এখানে ক্লিক করুন।




 তারপর see more option এখানে ক্লিক করুন।



তারপর unlocked your profile ওইখানে ক্লিক করুন।



তারপর নিচে চলে যান এবং আবার unlocked your profile এ ক্লিক করে আপনার লক থাকা ফেইসবুক প্রোপাইল আনলক করে পেলুন। 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 

Post a Comment

0 Comments