দেখে নিন গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার ও ইমেইল কিভাবে যোগ করবেন

আজকে আমি আসলাম আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে।
 গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার ও ইমেইল কিভাবে যোগ করবেন

রিকভারি নাম্বার ও ইমেইল
রিকভারি নাম্বার ও ইমেইল


আমাদের সবারই এখন Gmail account আছে। আমরা সবাই Gmail account ব্যবহার করি। আমাদের Gmail account একবার খুলে পেললে আর কিছু করা লাগে না। কিন্তু Gmail account এ কোন problem হলে কি করবেন? বা যদি password ভুলে যান কি করবেন?

সমস্যা হবার আগেই এই কাজটি করে পেলুন। তার জন্য আপনাকে গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার ও ইমেইল যোগ করতে হবে। Recovery হচ্ছে Gmail account এর নিরাপত্তার জন্য অন্য আরেকটি নাম্বার অথবা ইমেইল এড্রেস ব্যবহার করা।যাতে Gmail account এর কোন সমস্যা হলে ওই Recovery তে দেয়া number অথবা Email address এর মাধ্যমে আপনি ওই সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। আপনার Gmail এর কোন সমস্যা হলে বা আপনি Password ভুলে গেলে ও এই Recovery Number  বা Email এর সাহায্যে আপনার Gmail account ঠিক করতে পারেন খুব সমজেই।

Gmail account এ Recovery number অথবা Email রাখা খুবই জরুরি। যা আমরা বেশিরভাগ মানুষই করি না। কিন্তু Gmail account এ কোন সমস্যা হইলে তখন হায় হায় করি। তাই আমাদের সমস্যা আসার আগেই সমধানের পথ তৈরি করে রাখা লাগবে।

চলুন দেখি তাহলে কিভাবে আমরা  গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার ও ইমেইল কিভাবে যোগ করতে পারি।



প্রথমে আপনি আপনার ফোনের কোন একটি browser এ গিয়ে লিখুন gmail login  
তারপর Google login-sing in এ ক্লিক করুন
এখানে আপনার Email  টা দিন
এবং Password দিয়ে login করে পেলুন।




তারপর security তে ক্লিক করুন
তারপর নিচে যান দেখেন লিখা আছে Recovery Number এবং Recovery Email আপনি চাইলে দুইটাই দিতে পারেন।



প্রথমে Recovery Number এ ক্লিক করুন তারপর আপনার email Password দিন। এরকম একটা পেইজ আসবে, 
এবার Add Recovery Phone এ ক্লিক করুন।

এরকম একটা পেইজ আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং Gate code এ ক্লিক করুন।

আপনার ফোন নাম্বারে একটি verification code যাবে ওইটা বসাই verified করেনিন, বাচ হয়ে গেলো আপনার নাম্বার Add করা।

ঠিক একই ভাবে আপনি আপনার Email ও Add করতে পারেন। আপনি চাইলে নাম্বার আর ইমেইল দুইটাই Add করতে পারবেন।

গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার ও ইমেইল যোগ করে রাখা খুবই জরুরী। আশা করি আপনারা উপক্রিত হবেন।


আমার এই পেইজের সাথেই থাকবেন, আমি আপনাদের এরকম Mobile, facebook, computer মোট কথায় Technology বিষয়ে অনেক কিছু Share করবো। ধন্যবাদ 


Post a Comment

0 Comments