কিভাবে নতুন একটা জিমেইল একাউন্ট খোলা যায়?
- আমরা অনেকেই Gmail account খুলতে পারি আবার অনেকেই পারি না। তবে Gmail খুবই প্রয়োজনীয় একটা বিষয়। একটা Gmail ছাড়া এখন কিছুই করা সম্ভব না প্রায়। আপনার নিজের একটা Gmail Account থাকা খুব প্রয়জন। আপনি Facebook,Twitter,Instagram,Pinterest,
linkedin account খুলবেন? Gmail Account দিয়ে আপনি খুব সহজেই খুলতে পারবেন। কোন জামেলা ছাডাই। তাছাড়া এখন আপনি মোবাইলের Play Store থেকে কোন Apps ডাউনলোড করতে গেলেও কিন্তু আপনি Gmail Account ছাড়া কোন কিছুই ডাউনলোড করতে পারবেন না । তাই আজকে আমরা শিখবো কিভাবে একটা জিমেইল একাউন্ট খুলতে পারি। বা জিমেইল একাউন্ট খোলার নিয়ম
চলুন তাহলে শুরু করি।
প্রথমে আপনি আপনার মোবাইল Settings এ চলে জান।
তারপর search বারে type করুন Account
তারপর Account এ ক্লিক করুন।
নিচে চিলে জান দেখেন লিখা আছে Add Account
![]() |
Add caption |
ওইটাতে ক্লিক করুন।
তারপর Google এ ক্লিক করুন।
এবার আপনার নাম দিন।
তারপর next এ ক্লিক করুন।
তারপর আপনার জন্মতারিখ এবং আপনি পুরুষ নাকি মহিলা ওইটা দিন এবং Next করুন।
তারপর আপনি আপনার নাম দিন যে নামে আপনি Gmail বানাতে চান।
তারপর Next এ ক্লিক করুন।
![]() |
Add caption |
এবার আপনি আপনার password দিন উপরে যে password দিবেন নিচে ও একই password দিবেন। তারপর next এ ক্লিক করুন।
এরকম একটা পেইজ আসবে আবার Next এ ক্লিক করুন। এবার Agree তে ক্লিক করুন।
আপনার account তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা নতুন জিমেইল একাউন্ট খোলতে হয়। comment এ জানাবেন।
আমার পেইজের সাথেই থাকুন। ধন্যবাদ
0 Comments