মোবাইল বা কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৩ টি সহজ উপায়


ইউটিউব ভিডিও ডাউনলোড

ইউটিউব ভিডিও ডাউনলোড




মোবাইল বা কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৩ টি সহজ উপায়

আমরা সবাই ইউটিউব থেকে আমাদের পছন্দের ভিডিও ডাউনলোড করতে চাই তাই না? চলুন দেখি, যে সহজ ৩টি উপায়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আজ ইউটিউব হচ্ছে একটি জনপ্রিয় সোশাল মিডিয়া সাইট। এখানে আপনি কি না পাবেন A থেকে শুরু করে z পর্যন্ত যা চাইবেন তাই পাবেন। আমরা অনেক রকমের ভিডিও দেখি ইউটিউবে। ইউটিউব এ এখন হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে যেগুলা আমরা আমাদের মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে দেখে থাকি।

এই ভিডিও গুলার মধ্যে অনেকে দেখি, গানের ভিডিও, অনেক রকমের নতুন নতুন মুভি,ফাণি ভিডিও, টিউটোরিয়াল, পার্সোনাল কিছু ভিডিও আরো অনেক কিছু। ইউটিউবে ভিডিও দেখা অনেক সহজ আপনি যা ইচ্ছে এখানে দেখতে পারবেন।

কিন্তু এটা আমরা সবাই জানি যে ইউটিউব থেকে officially কোন ভিডিও ডাউনলোড করা যায় না। মানে হলো ইউটিউব এমন একটা ওয়েব সাইট যেখানে আমরা ভিডিও দেখতে পারবো কিন্তু নিজের মত করে কোন ভিডিওই ডাউনলোড করতে পারবো না। কারণ ইউটিউব এমন কোন অপশন দেয় নাই যে, যার মাধ্যমে আমরা আমাদের প্রিয় বা ভালো লাগা ভিডিও গুলা ডাউনলোড করে দেখতে পারবো। আর মনে হয়না ইউটিউব কোন দিন এই অপশন দিবে।

এটা কিন্তু সবাইকে হতাশ করার মত। সবাই চায় তার পচন্দের ভিডিও গুলা ডাউনলোড করতে।

আপনি কি হতাশ হয়ে গেছেন? না হতাশ হবেন না হতাশ হওয়া কোন কারন নেই। হুম এটা সত্যি ইউটিউব তার ভিডিও ডাউনলোড করার কোন অপশন দেনাই কিন্তু ইন্টারনেটে এরুকুম অনেক উপায় আছে যার মাধ্যমে আপনি ইউটিউব থেকে আপনার পচন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটার দিয়ে।

এখন আমি আপনাদের ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তার জন্য কিছু উপায় দেখিয়ে দিব। যার মাধ্যমে আপনি আপনার পছন্দমত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তার আগে বলে নেই এই উপায় গুলা যদি আপনি আপনার ফোন দিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের Crome ব্রাউজার বা operamini বা uc ব্রাউজার যেটা আপনার কাছে আছে ওইটা থেকে Apply করবেন।

চলুন দেখি যে তিনটি উপায়ে আমরা ইউটিউব থেকে আমাদের পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবো

১,clipconverter দিয়েঃ clipconverter এমন একটি ওয়েভ সাইট যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব ভিডিও convert করে আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। সব রকম ভিডিও সেটা Full Hd হোক বা Avi বা 3Gp হোক আপনি সব রকম format  কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন।

আগেই বলে দেয়া ভালো,, এই format গুলা আপনি আপনার ফোন দিয়ে করতে চাইলে অবশ্যই মোবাইলের Crome ব্রাউজার বা অন্য যে ব্রাউজার গুলা আছে ওই গুলা দিয়ে Apply করবেন।

চলুন দেখি তাহলে কিভাবে করবেন।

প্রথমে ইউটিউবে যান তারপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান ওইটা play করুন। তারপর উপরের URLটি Copy করুন। যদি মোবাইল দিয়ে Copy করতে চান তাহলে Address bar এ long press করে দরে রাখুন তারপর Copy করুন। তারপর

Go to clip converter Website

যাওয়ার পর আপনি যে link টি Copy করে নিয়ে আসছেন ওইটা এখানে Past করুন এবং Continue তে ক্লিক করুন। দেয়ার পর এরকম একটা পেইজ আসবে


এখানে আপনি যেমন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান ওই রকম করে দিন, তার পর Start এ ক্লিক করুন। তারপর ডাউনলোড করে পেলুন।

২, SS দিয়ে ডাউনলোডঃ ইউটিউব ভিডিও  SS দিয়ে ডাউনলোড করা খুবই সহজ। কিভাবে করবেন? চলুন দেখি, আপনি আপনার যে ভিডিও ডাউনলোড করতে চান তার উপরে Address Bar এ দেখবেন একটা Link আছে। ওই Link টাতে ক্লিক করুন তারপর Example www.youtube.com




এখান থেকে আপনি শুধু www. এর পরে Ss  যোগ করে দিবেন এভাবে Www.ssyoutube.com তারপর Entar Prass করুন।



তারপর এরকম একটা পেইজ আসবে।



ডাউনলোড এ ক্লিক করে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে পেলুন খুব সহজেই, এই Process টি আমার খুব ভালো লাগে আমি নিজে ও এই Process ব্যবহার করি ভিডিও ডাউনলোড করার জন্য। খুবই সহজ এই Process আমি মনে করি।

৩, y2mate ওয়েব সাইট দিয়ে ডাউনলোডঃ আপনি যদি চান যে আপনার পছন্দের ভিডিও টি ডাউনলোড করবেন ইউটিউব থেকে থাহলে আপনি এ সাইটির মাধ্যমে ডাউনলোড করতে পারেন, কিভাবে করবেন চলুন দেখি

আপনাকে প্রথমে এই ওয়েব সাইটটিতে যেতে হবে
Www.y2mate.com এই ওয়েব সাইটে যাওয়ার পর আপনি যে ভিডিও টি ডাউনলোড করবেন তার URL টি Copy করে এখানে Past করবেন।



তারপর এরকম পেইজ আসবে


 নিচে এখান থেকে ডাউনলোড করে পেলুন খুব সহজেই আপনার পছন্দের ভিডিও টি। এভাবেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ

Post a Comment

0 Comments