ফেইসবুক এর ইমেইল আইডি পরিবর্তন করার সহজ উপায়


ফেইসবুক এর ইমেইল আইডি পরিবর্তন
ফেইসবুক এর ইমেইল আইডি পরিবর্তন

ফেইসবুক এর আইডি কিভাবে পরিবর্তন করবেন?
Facebook এখন খবই জনপ্রিয় একটি সাইট হয়ে গেছে। দিন দিন এই সাইটের চাহিদা বেডেই চলছে। এখন সব কিছুরই খবর পাওয়া যায় এই facebook থেকে। আগে আমরা পত্রিকা পডে দেশের বিদেশের খবর জানতাম আর এখন ঘরে বসেই আমরা Facebook এর মাধ্যমে সব খবর পাচ্ছি। তাই এ সাইট দিন দিন জনপ্রিয় হচ্ছে মানুষের কাছে।

Facebook দুই ভাবে খোলা যায় একটা নাম্বার দিয়ে আর একটা ইমেইল দিয়ে। আমরা অনেকে নাম্বার দিয়ে খুলি আবার অনেকে ইমেইল দিয়ে facebook একাউন্ট খুলে থাকি। কিন্তু আমাদের মাঝে মাঝে Facebook এর নাম্বার বা ইমেইল পরিবর্তন করার প্রয়জন হয় যেকোন কারনে, হয়তো ফোন নাম্বার হারাই গেছে বা সিম খারাপ হই গেছে বা ইমেইল খারাপ হই গেছে বা ইমেইলে পাসওয়ার্ড ভুলে গেছেন। বিভিন্ন কারনে হইতে পারে।

কারন এখন আমরা ফেসবুকে দৈনন্দিন জীবনে এখন অনেক কাজ করে থাকি বন্ধুদের সাথে যোগাযোগ হইতে শুরু করে সারা বিশ্বের খবর পর্যন্ত সবকিছু এই ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে এ ফেসবুকের যদি কোন সমস্যা হয় তাহলে আমরা এগুলো ফিরে পেতে অনেক সময় লাগে বা সহজে সব কিছু পিরে না ও পেতে পারি।

তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার Facebook এর আইডি না নাম্বার কিভাবে পরিবর্তন করবেন। Facebook এর আইডি কিভাবে পরিবর্তন করবেন তা আর কারো কাছ থেকে জানতে হবে না আপনি নিজেই নিজের  Facebook এর আইডি বা নাম্বার পরিবর্তন করতে পারবেন।

চলুন দেখে নেই কিভাবে সহিজেই ফেসবুক আইডি পরিবর্তন করা যায়।

প্রথমে আপনি আপনার ফেইসবুক Settings এ চলে যান।


তারপর Personal information এ ক্লিক করুন।


তারপর দেখেন লিখা আছে Email address ওই খানে ক্লিক করুন।

তারপর এরকম একটা পেইজ আসবে

দেখেন লিখা আছে Add Email Address Add Phone Number এখন যদি আপনি চান যে আপনার Email Address পরিবর্তন করবেন তাহলে Add Email  Address এ ক্লিক করুন আর যদি চান যে আপনি আপনার নাম্বার পরিবর্তন করবেন তাহলে Add Phone Number এটাতে ক্লিক করুন।

তারপর দেখবেন এরকম একটা পেইজ আসছে

এখানে আপনি আপনার Email অথবা Number দিয়ে নিচে আপনার Facebook Password দিয়ে  Add করে দিবেন। তাহলেই হয়ে যাবে আপনার ফেইসবুক আইডি বা নাম্বার পরিবর্তন। 

এভাবে আপনি আপনার ফেইসবুক আইডি বা নাম্বার পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। comment করে জানাবেন। ধন্যবাদ

Post a Comment

0 Comments